১৫/১১/২৪।প্রকৌশলী খাজা আব্দুল লতীফ।আলহাজ আবুল কাশেম ও রোকেয়া বেগমের তৃতীয় সন্তান।কানাডার প্রদেশ ম্যানিটোবার রাজধানী উইনিপেগ শহরের বাসিন্দা,এ মূহুর্তে ম্যানিটোবা ইসলামিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট।ইরে ৬ ডিগ্রি সেলসিয়াস, ২৩ বছর আগে এইদিনে মাইনাস ১০ ছিল, সেবছররও এর কয়েকদিন পরে বরফ পড়তে শুরু করেছিল। কঠিন বেকারত্ব, তার চেয়েও কঠিন শীত, সাথে অসুস্থ ছেলে প্রথম বছর গুলো ফারগো থেকে ছোট ভাইয়ের হেল্প আর গাইড, এখানকার সদ্য পরিচিত আর অপরিচিত মানুষের সাহায্যে হতাশা, ভীতি আর দৈন্যতা কাটাতে সাহায্য করেছে। স্বল্পকালের জন্য আমেরিকা আর ছোট্ট শহর মরডেন এ কাটালে ও এই উইনিপেগ ই আমাদের ঠিকানা থেকেছে। দেশীদের সাথে মিশতে মিশতে একসময় বাংলাদেশ কম্যিউনিটি কাজে, মসজিদে যেতে এখন ম্যনিটোবা ইসলামিক এসোসিয়েশনের সাথে আনুষ্ঠানিক ভাবে পাচ বছর, গত তিন বছর সংস্থাটির শীর্ষে, এবার এই শহর তার ১৫০ বছর পূর্তিতে, ১৫০ জনের সামাজিক অবদান স্বীকার করতে গিয়ে আমাকেও লিস্টে জায়গা দিয়েছে! শেষবার যখন বাড়ি যাই, আমার গ্রামের বাড়ি, খুব অল্প লোকই চেনে তবে তা বাবার নামের সাথে, বড় দুই ভাইয়ের নাম বললে তারপরে! হ্যাঁ, এখানেও একদিন অপরিচিত হয়ে যাব, তারপর একেবারে অতলে, স্মৃতি যেখানে স্মৃতিহীন, তবু্ও মন্দ নয় এই জীবন, আলহামদুলিল্লাহ!
|